বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে ওবাইয়েদ পাঠানকে আহবায়ক এবং এ্যাড. হাসান শরিফ মোল্লা সনিকে সদস্য সচিব পদে নিযুক্ত করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) এ কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম টিপু, সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ) ৩ জনের স্বাক্ষরে এ কমিটির অনুমদোন দেয়া হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করবেন আব্দুল মান্নান চেয়ারম্যান। যুগ্ম আহবায়ক হয়েছেন-মো. আমিনুল ইসলাম, মোহাঃ জোনাব আলী, সাহান শাহ আকবর সাহান, মো. নাজির চেয়ারম্যান, ফজলে রাব্বি রেনু মেম্বার, মো. মহরুল ইসলাম ও মো. আলমগীর হোসেন। এ কমিটিতে সদস্য করা হয়েছে ২১ জনকে।