শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

ঈদের দ্বিতীয় দিনে হাজারো পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর কুয়াকাটা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৯২ বার পঠিত
পটুয়াখালী  সংবাদদাতা : ঈদের দ্বিতীয় দিনে হাজারো পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। সকাল থেকে এসব দর্শনার্থী ও পর্যটকের আগমন ঘটতে থাকে। বেলা যত বাড়তে থাকে ততই ভিড় বাড়তে থাকে সমুদ্র সৈকতে। বাস, মাইক্রোবাস প্রাইভেটকার, পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে সৈকতে আসেন পর্যটক ও দর্শনার্থীরা।
বুধবার (৪ মার্চ) কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, হাজারো পর্যটকের পদচারণায় মুখর সৈকত। ছবিতোলা, বালিয়াড়িতে হৈ-হুল্লোড়, আড্ডা, পরিবার নিয়ে সৈকত উপভোগে ব্যস্ত পর্যটকরা।
ঢাকা থেকে আসা পর্যটক শাহীন খান জানান, পরিবারের সকলের সাথে ছুটি কাটাতে কুয়াকাটায় এসেছি। এখানে এসে অনেক আনন্দ পেয়েছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। ঝিনুকের চর ও লাল কাকড়া দেখেছি এমন অদ্ভুদ সৌন্দর্য এখানে না আসলে দেখতে পেতাম না। দুই বছর পর এবারের ঈদ অনেক ভালো কাটছে।
আরেক পর্যটক রোকেয়া সুলতানা বৃষ্টি জানান, কুয়াকাটা আগেও এসেছি এখানে বারে বারে আসতে ইচ্ছে করে। এবারে পরিবারের অনেকে এসেছে অন্যরকম মজা পাচ্ছি যা ভাষায় প্রকাশ করার মতো না।
গঙ্গামতি ট্যুরিজমের কর্নধার মো. রানা হাসান জানান, কুয়াকাটার সকল হোটেল মোটেলগুলোতে পর্যাপ্ত বুকিং রয়েছে। বুধবার সকাল থেকে দূরের পর্যটকরা আসতে শুরু করেছেন। আশা করছি ভালো ব্যবসা করতে পারব।
এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com