বিডি ঢাকা ডট কম নিউজঃ ঈদুল ফিতর উপলক্ষে উৎসব মুখর পরিবেশে রাজশাহীর বাগমারায় প্রীতি ক্রিকেট ম্যাচে ১৯৯৯ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ সালের ব্যাচ। বুধবার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৯৯ ব্যাচ বনাম ২০০০ ব্যাচ এই প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয়। এতে দু’ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে দুটি টিম গঠন করে খেলার আয়োজন করা হয়। আয়োজকরা জানায়, দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে খেলায় অংশগ্রহণ করায় খুবই আনন্দ উপভোগ করছে। ভবিষ্যতে এই প্রীতি ক্রিকেট ম্যাচের ধারাবাহিকতা অব্যহত থাকবে। শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীর, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, আইনজীবী নাহিদ হাসান সুমন, প্রভাষক মাসুদ রানা ও জাহিদ ইকবাল প্রমূখ।