বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ৩ উপজেলার সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক কল্যান তহবিল আয়োজিত এ ক্রিকেট ম্যাচে লাল দল, সবুজ দলকে ৬ উইকেটে পরাজিত করে। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমেদ, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন ও ক্রীড়া সংগঠক আজিজুর রহমান।