বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে দিয়াড় উপজেলা গঠনের লক্ষ্যে দিয়াড় উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মে) সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিয়াড় উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালামকে আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম। জেলা পরিষদের সাবেক সদস্য ও আ.লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ।