শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

উত্তরবঙ্গ ডোম সমাজের জীবনমান উন্নয়ন ও নীতিমালা নির্ধারণ প্রসঙ্গে সমন্বয় সভা

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৫২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপানবাবগঞ্জের নাচোলে উত্তরবঙ্গ ডোম সমাজের জীবনমান উন্নয়ন ও নীতিমালা নির্ধারণ প্রসঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটায় নাচোল উপজেলার ফতেপুর ইউপি”র মল্লিকপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।নাচোল উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী মিনুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী ফাস্টো ভকত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী অজিত ভকত, গোমস্তাপুর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী রমনী, ভোলাহাট উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী রতন ভকত,তানোর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী রাজকুমার, নিতপুর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি রনজিত ভকত, নিয়ামতপুর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি রাজেন ভকত, মান্দা-মহাদেবপুর উপজেলা ডোম উন্নয়ন কমিটির সভাপতি সুদেব ভকত, নাচোল উপজেলা ডোম উন্নয়ন কমিটির সাবেক সভাপতি বাদল ভকত, নাচোল উপজেলা ডোম উন্নয়ন কমিটির সহ-সভাপতি শ্রী দিপু ভকত, নাচোল উপজেলা ডোম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সহ সভাপতি সঞ্জয় দত্ত, চুয়াডাঙ্গা বাংলাদেশ জয়ভিম ছাত্র সমাজ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক বিপ্লব ডোম অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রদায় হিসেবে আমরা নিগৃহীত। হোটেল রেস্তোরাঁয় আমারা ঢুকতে পারিনা। বিভিন্ন কাজের সুযোগ থেকেও আমরা বঞ্চিত। এজন্য অধিকার আদায়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে। লেখাপড়া করতে হবে। সামাজিক, পারিবারিক এবং দেশের প্রতি সচেতন থাকতে হবে। নিজের সংগঠনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় নাচোল উপজেলার ডোম উন্নয়ন কমিটির সভাপতি শ্রী মিনুর সভাপতিত্বে এই সভায় সম্প্রদায়ের বিভিন্ন নীতিমালা তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com