বিডি ঢাকা ডট কম নিউজঃ ১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক রাত ০৫০০ ঘটিকায় চৌকা
বিওপির নায়েক মোঃ ফিরোজ আলম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার
১৭৫ মেইন হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌকা পশ্চিমপাড়া নামক স্থান হতে
মালিকবিহীন ভারতীয় ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত গাঁজা এর সিজার
মূল্য-৪,২০০/- (চার হাজার দুইশত) টাকা। আটককৃত গাঁজা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন
প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।