বিডি ঢাকা ডট কম নিউজঃ বাংলাদেশ উদীচীশিল্পীগোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের ৯ম জেলা সম্মেলনহয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিমিলনায়তনে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন সংগঠনেরকেন্দ্রীয় সহ-সভাপতি ও উদীচী রাজশাহীর সভাপতি জুলফিকারআহমেদ গোলাপ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সংসদেরবিদায়ী সভাপতি কামরুজ্জামান রানু। অনুষ্ঠান সঞ্চালনাকরেন বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন।সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণসম্পাদক অমিত রঞ্জন দে, সদস্য শেখ আনিসুর রহমান, সম্মেলনপ্রস্তুত কমিটির আহবায়ক ও সিপিবি’র সাবেক জেলাসভাপতি এ্যাড. সাইদুল ইসলাম, টিআইবি-সনাক জেলাসভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা, গার্ল গাইডস জেলাকমিশনার গৌরী চন্দ সিতু, সিপিবি’র জেলা সভাপতিইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক ডা. কামাল উদ্দিনসহঅন্যরা। বক্তরা উদীচীর গণমানুষের পাশে দাঁড়ানোর সংগ্রামেরদীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, প্রগতিশীল সংগঠনহিসেবে উদীচী জন্মলগ্ন থেকেই সাংস্কৃতিক চর্চারমাধ্যমে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছে। সমাজেরপরিবর্তন ও উন্নয়নে সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই। শেষেরাতে দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে এ্যাড. সাইদুল ইসলামকেসভাপতি এবং আমিরুল ইসলাম জীবনকে সাধারণ সম্পাদককরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের ২১ সদস্য বিশিষ্ট নতুনকার্যকরী কমিটি গঠিত হয়।