বিডি ঢাকা ডট কম নিউজঃ এবার বাঁধ ভেঙ্গে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আরও একটি বিলে পানি ঢুকতে আরম্ভ করছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে পূনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানির চাপে বাঁধ ভেঙ্গে সিঙ্গাবাদ পাথার বিলাঞ্চলে পানি প্রবেশ অব্যাহত রয়েছে।
শুক্রবার(২০ মে) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন খাঁড়ির উপর নির্মিত অস্থায়ী বাঁধ ভেঙে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে ওই বিলে কেটে স্তুপ করে রাখা শতশত বিঘা জমির বোরো ধান নিয়ে শংকায় পড়েছে ওই এলাকার কৃষকরা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছে ধানভর্তি ট্রাক্টর।
ভুক্তভোগী কৃষকরা জানায়, গত কয়েক দিন যাবত ওই খাঁড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পূর্ণভবা নদীর পানি খাঁড়িতে প্রবেশ করতে থাকে।এক পর্যায়ে পানির চাপে খাঁড়ির অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ায় খাঁড়ির ওপারে থাকা প্রায় অর্ধ শতাধিক ধান বোঝাই ট্রাক্টর আটকা পড়েছে। শনিবার ওই এলাকা সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়,বিলটির কয়েকবিঘা বাদে সব ধানই কাটা হয়েছে।বিভিন্ন স্থানে কাটা ধান স্তুপ করে রাখা আছে পরিবহনের জন্য।কিন্তু আকশ্মিক বাঁধ ভেঙ্গে যাওয়ায় ওই এলাকার কৃষকরা আতংকিত হয়ে নৌকা যোগে কিছু কিছু করে ধান সংগ্রহ করার চেষ্টা করছে। এদিকে, ওই বাঁধ ভেঙে বিলের সাথে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যাওয়ায় কৃষকরা আটকে পড়া ধান পরিবহন করতে পারছেনা । এ সময় তারা দ্রুত বাঁধটি সংষ্কার করে বিলের সাথে সড়ক যোগাযোগ পুনঃস্থাপনের দাবি জানান।নয়ত কৃষকদের কেটে রাখা সব ধান পানিতে তলিয়ে যাবে।
অপরদিকে এর আগে গত সপ্তাহে পূর্ণভবা নদী থেকে বিল কুজাইন ও চন্দের বিলে পানি প্রবেশ করায় সেখানকার প্রায় ১০ হাজার বিঘা ধান পানিতে ডুবে গেছে।সেসাথে বাঁধ ভেঙ্গে পাথার বিলে পানি প্রবেশ করতে থাকলে পাশ্ববর্তী ওই ২ বিলের সাথে সংযোগ থাকায় সেখানেও ঢলের পানি প্রবেশের সম্ভবনা রয়েছে।