বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগে স্বপ্নপুরী হোটেলের সামনের প্রধান সড়কে চলন্ত ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই গাহালু নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল শান্তিমোড়ের দিকে যাচ্ছিল আর খালি ট্রাক্টর স্বাভাবিক গতিতেই বিপরীতে দিকে যাচ্ছে। হটাৎ মোটরসাইকেল চালক একদিকে কাত হয়ে সড়কে পড়ে যায়। এ সময় ট্রাক্ট্ররের পেছনের চাকা মাথার উপর দিয়ে যায় নিহত গাহালুর।
নিহত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর ঢালীপাড়ার মৃত ভুটুর ছেলে মো. গাহালু (৪৭)।
২৩ মে সোমবার রাত ৮ টার দিকে দুর্ঘটনা টি ঘটে বলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
নিহতের মোটরসাইকেল ও ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।