অনলাইন নিউজ : পাঁচটি খুপরি ঘর। নেই পর্যাপ্ত আলো। বাইরে বিশেষজ্ঞ চিকিৎসকের নামের তালিকা দিয়ে বড় সাইনবোর্ড। ভেতরে একজনও চিকিৎসক নেই। রোগী এলে ফোন করে আনা হয় চিকিৎসক। খোদ রাজধানীর চাঁনখারপুলে মেডিপ্যাথ ক্লিনিকের এই অবস্থা। অথচ সরকারের সব দফতরের অনুমতিপত্র রয়েছে। রাজধানীসহ সারা দেশে এভাবে যত্রতত্র গজিয়ে ওঠা ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টার খুলে রমরমা ব্যবসা চলছে। অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধের অভিযানে গিয়ে এমনই চিত্র দেখা গেছে। তিন দিনের অভিযানে বৈধ নিবন্ধন ও কাগজপত্র না থাকায় ৮৮২টি প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ঢাকা বিভাগ ও সিটি করপোরেশন এলাকায় ১৬৭টি, চট্টগ্রাম বিভাগে ২২৯টি, রাজশাহীতে ৭৮টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ৯৬টি, বরিশালে ৫৯টি, সিলেটে ৩৫টি এবং খুলনাতে ২০৪টি। এ ছাড়াও অনেক অবৈধ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বন্ধ ও জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ মে) রাজধানীতে অভিযান চালিয়ে ৪টি হাসপাতাল সিলগালা করে স্বাস্থ্য অধিদফতর। রাজধানীর চাঁনখারপুলে মেয়াদোত্তীর্ণ স্ট্যান্ডার্ড গøুকোজ, ইকো জেল ও রক্তের ব্যাগে মেয়াদের তারিখ না থাকায় অ্যাকটিভ ব্ল্যাড ব্যাংক, ট্রান্সফিউশন অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং মেডিপ্যাথ ডায়াগনোস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজধানীর উত্তর বাড্ডার ডগমা হাসপাতাল লিমিটেডকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কিট রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বাড্ডা জেনারেল হাসপাতাল ও মেডিলিংক হাসপাতালকেও জরিমানা করা হয়।
এর আগে গত বুধবার এক সভায় ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. বেলাল হোসেন সময়ের আলোকে বলেন, অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা আমাদের রুটিন কাজ। রোববার তিন দিনের অভিযান শেষ হয়েছে। তিনি বলেন, সারা দেশ থেকেই সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা এ সম্পর্কিত রিপোর্ট আমাদের কাছে পাঠাচ্ছেন। সেই রিপোর্ট নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হবে। পরবর্তী সময়ে এ বিষয়ে আমাদের করণীয় কী হবে, তা নিয়েও পর্যালোচনা করা হবে।
সিলেট ব্যুরো জানায়, মেয়াদহীন পরীক্ষা সামগ্রী রাখার দায়ে বিশ^নাথ উপজেলায় মা মনি ডায়াগনোস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং সন্ধানী ডায়াগনোস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসব প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, গতকাল দিনব্যাপী জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করে ৮টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। একটিকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১০টিকে সময় বেঁধে দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, পৌর শহরের মাধবী ডায়াগনোস্টিক সেন্টার ও মুন ডিজিল্যাবকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরীক্ষার যন্ত্রপাতি ও কাগজপত্র জটিলতার কারণে ৮টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয় প্রশাসন।
নীলফামারী প্রতিনিধি জানান, শহরের ডালপট্টি এলাকায় অবস্থিত ইবাদত হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের কার্যক্রম সাত দিনের জন্য স্থগিত এবং সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে মাহবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।
ফেনী প্রতিনিধি জানান, অনুমোদনহীন ৩টি ডায়াগনোস্টিক সেন্টার করে দিয়েছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, উপজেলার হাসপাতাল সড়কে পাঁচটিসহ মোট ৯টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। গতকাল সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান চলে।
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, উপজেলার ৭টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, অনিবন্ধিত হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেছেন টাস্কফোর্সের সদস্যরা। ওই অভিযানে নিবন্ধন ও বৈধ কাগজপত্র না থাকায় পৌর শহরের ডা. এফ রহমান হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার, ফরিদ ডায়াগনোস্টিক সেন্টার, মডার্ন ডায়াগনোস্টিক সেন্টার ও আল মদিনা ক্লিনিক অ্যান্ড হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে মোট ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, সেবারহাট বাজারে অভিযান চালিয়ে ২টি হাসপাতাল সিলগালা ও ২টি হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, বৈধ কাগজপত্র না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, এসএম রবিউল ইসলাম নামে এক ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি ক্লিনিক ও একটি ডায়াগনোস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..