বিডি ঢাকা অনলাইন ডেস্ক: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। ‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির সদস্যগণসহ জেলার অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরপ্রধান, রাজনীতিবিদ, সুশীল সমাজের অংশীজন।