শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছা সেবক লীগের সদস্য সভা ও বিক্ষোভ মিছিল-সমাবেশ

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৫৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদস্য সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন শুক্রবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার নিউমার্কেট সংলগ্ন স্থানে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সদস্য সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতেখারুল ইসলাম সুজন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ লাল, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য তসিকুল ইসলাম, খুরশীদ আলম মানিক ও সাধারণ সদস্য আজিজুল হক।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচএম ফায়জার রহমান কনক।

আসন্ন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর আগমন উপলক্ষে এসভা আয়োজন করা হয়।

পরে সেখান থেকে প্রধানমনী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং হত্যার হুমকি দেওয়ায় বিএনপি’র তথাকথিত নেত্রী রনি এবং স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ষড়ন্তকারীদের
দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি আ্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, সদস্য ইফতেখারুল ইসলাম সুজন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত জোট আবার মাথা চাঁড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আবার তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, তাদের মাঠে থাকতে হবে। প্রয়োজনে রাজপথে নামতে হবে।

এখানেও সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচএম ফায়জার রহমান কনক। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com