অনলাইন নিউজ : মাত্র দুইদিনের ব্যবধানে এবার ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি প্রকাশ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা পুলিশ সুপার (এসপি) বা সমপদমর্যাদায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনটে কর্মরত রয়েছেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর আগে, গত মঙ্গলবার (৩১ মে) এসপি বা সমপদমর্যাদায় পুলিশের ৪৩ কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যেই অতিরিক্ত ডিআইজি হলেন ১১৬ জন পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার জারিকৃত প্রথম প্রজ্ঞাপনে ৩৭ জনকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। তারা হলেন-আলী আহমদ খান, মো. মারুফ হোসেন সরদার, বিপ্লব কুমার সরকার, দীন মোহাম্মদ, মোহাম্মদ শাহ জালাল, বেগম নাসিমা আক্তার, শ্যামল কুমার মুখার্জী, মো. সাজ্জাদুর রহমান, মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, এনামুল কবির, প্রবীর কুমার রায়, এম এ মাসুদ, হাসিবুল আলম, আ স ম মাহতাব উদ্দিন, জয়দেব চৌধুরী, মহিউল ইসলাম, মোহাম্মদ আহমার উজ্জামান, মোহাম্মদ রাশেদুল ইসলাম খান, ড. এ এইচ এম কামরুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. ফারুক হোসেন, মো. দেলোয়ার হোসেন, মুনতাসিরুল ইসলাম, মো. মিজানুর রহমান, এস এম রশিদুল হক, সামসুন নাহার, বেগম মোছা. তাসলিমা খাতুন, সৈয়দা জান্নাত আরা, বেগম তামান্না ইয়াসমিন, পঙ্কজ চন্দ্র রায়, মোহাম্মদ আনোয়ার হোসেন, বেগম নাবিলা জাফরিন রীনা, মীর মোদ্দাছ্ছের হোসেন, মো. মোকতার হোসেন এবং মুহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়া দ্বিতীয় প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত ৩০ অতিরিক্ত ডিআইজি হলেন- আবু আহাম্মদ আল মামুন, মো. মারুফ হোসেন, খোন্দকার নুরুন্নবী, সৈয়দ হারুন অর রশীদ, মু. মাসুদ রানা, আবদুল মান্নান মিয়া, মোহাম্মদ নাসিরুল ইসলাম মোঃ জায়েদুল আলম, এস এম মেহেদী হাসান, মাসুদ আহাম্মদ, মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, এম এ জলিল, নূরুল ইসলাম, শাহজাদা মো. আসাদুজ্জামান, মো. আতিকুর রহমান মিয়া, মো. সাইফুজ্জামান ফারুকী, উত্তম কুমার পাল, লিটন কুমার সাহা, বেগম আবিদা সুলতানা, সঞ্জীব কুমার রায়, মোছা. শেহেলা পারভীন, বেগম নাহিয়ান ওয়াজেদ, বেগম শামীমা আক্তার, মো. মাহফুজুর রহমান, সৈয়দ আবু সায়েম, মো. ফারুক উল হক, তানভীর মমতাজ, মো. হাসানুজ্জামান ও মো. আলিমুজ্জামান।
অপরদিকে তৃতীয় প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত ছয়জন অতিরিক্ত ডিআইজি হলেন-মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ শহীদুল্লাহ, মো. মহিবুল ইসলাম খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন, এস এম আশরাফুজ্জামান (দোলা) এবং মোহাম্মদ মোখলেছুর রহমান।
এ জাতীয় আরো খবর..