শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

কানসাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত সেফাউল মুলক নির্বাচিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৭৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদনির্বাচনে মটরসাইকেল প্রতীকে নিয়ে ১৬ হাজার ৫শ ৯১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে মোঃসেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃবেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৪শ ৮৪ ভোট।
এর আগে বুধবার(১৫ জুন) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।বিরতহীন ভোটগ্রহণ ভোটারদের মাঝে ছিলো আনন্দ, উৎসাহ আরউদ্দীপনা। তবে, প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ হওয়ায় কম সময়ে সহজেই ভোটারর া ভোটারাধিকার প্রয়োগ করতে পেরেছেন।ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এব্যাপারে কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ওউপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাসিনুর রহমান জানান,কানসাট ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এতে ১৬ হাজার ৫ শ ৯১ ভোট চেয়ারম্যান পদে মোঃ সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। আর তাঁর নিকটতমপ্রতিদ্ব›দ্বী মোঃ বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮হাজার ৪ শ ৮৪ ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com