অনলাইন নিউজ : আগামী ১ জুলাই থেকে রাজধানীর পোস্তগোলা ব্রিজে কোনও যানবাহন থেকে টোল নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (২৯ জুন) সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান এ তথ্য জানান।
কাজী মাঈনুল হাসান বলেন, আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে কোনও যানবাহন থেকে টোল নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
হাইকোর্টকে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। মূলত টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পোস্তগোলা ব্রিজ থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে টোল আদায় বন্ধে হাইকোর্টে আবেদন করা হয়।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনটি বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এফিডেভিট আকারে দাখিল করা হবে।