বিডি ঢাকা ডট কম নিউজঃ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ৪ দিন সকল আমদানি-রপ্তানী বন্ধ ঘোষণা করেছে সোনামসজিদ স্থল শুল্ক বন্ধর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বুধবার বিকেলে সোনামসজিদ স্থল শুল্ক বন্ধর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনামসজিদ স্থল বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন, সোনামসজিদ আমদানি-রপ্তানীকারক গ্রæপ সহ সংশ্লিষ্ট সকল সংগঠন পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে আগামী ৯ জুলাই থেকে ১২ জুলাই সকল আমদানি-রপ্তানী বন্ধ ঘোষণা করেছে। ঈদের ছুটি শেষে বন্দরে আবারও স্বাভাবিকভাবে সকল আমদানি-রপ্তানী কার্যক্রম চলবে।