বিডি ঢাকা অনলাইন ডেস্ক: বল্প ভাড়ায় ঢাকায় কোরবানী যোগ্য পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এ ট্রেনটি উদ্বোধন করা হয়। প্রথম দিনে ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৮টি গরু আর ৫টি ছাগল ঢাকায় পরিবহন করা হয়েছে।
ট্রেনটি উদ্বোধন করেছেন, রেলওয়ের পশ্চিমের সহকারী বাণিজ্যিক কর্মকতা একেএম নুরল আলম।এসময় উপস্থিত ছিলেন , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, রেলওয়েরর স্টেশন মাষ্টার শহিদুল আলম, সহকারী রেলস্টেশন মাষ্টার ওবাইদুল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, ‘ ক্যাটল স্পেশাল
ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছাড়বে। রাত আড়াইটা থেকে পৌনে ৪ টার মধ্যে ট্রেনটি ঢাকার তেজগাঁওয়ে পৌঁছাবে। ট্রেনটি ফের ভোর ৫ টার দিকে তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেবে।’
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়েরর স্টেশন মাষ্টার শহিদুল আলম বলেন; ‘ জেলা থেকে ঢাকায় প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে ৫৯১ দশমিক ৫০ টাকা।
এ ব্যাপারে রাজশাহী রেলওয়েরর (পশ্চিম) সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম বলেন ; ‘ট্রেনটিতে কোরবানি যোগ্য পশুর চাহিদা বাড়লে ওয়াগান জুড়ে দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে ৮ জায়গায় যাত্রা বিরতি করে সর্বশেষ ঢাকার তেঁজগাও রেলস্টেশনে পৌছাবে।’