বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে মোঃ রুবেল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চরমোহনপুর এলাকার নদীতে গোসল করার সময় এ ঘটনা ঘটে। মৃত রুবেল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর মহল্লার (নুরানী মাদরাসা সংলগ্ন) মোঃ মফিজুল ইসলামের ছেলে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, কিশোর রুবেল সকাল সাড়ে ৯টার দিকে চরমোহনপুর এলাকার মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করে।