ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে রেহাইচরে বীরশ্রেষ্ঠ’র শাহাদাতস্থলে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রথমে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ বীরশ্রেষ্ঠ’র স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সড়ক ও জনপথ বিভাগ, উপজেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌর পরিষদ, জাসদ ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে তার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে রাজাকারের গুলিতে কপালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরের দিন ১৫ ডিসেম্বর তার মৃতদেহ চাপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক ছোট সোনা মসজিদ আঙিনায় সমাহিত করা হয়।