বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

রাজশাহীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত-৮

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৪০ বার পঠিত
বিডি ঢাকা ডট কম নিউজঃ রাজশাহীর পুঠিয়ায় ন্যাশনাল ট্রাভেলস ও তুহিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহসড়কের ঝলমলিয়া ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গার সুজন, ষষ্টিতলার হাফিজুর রশিদ, চন্ডিপুর এলাকার মোরসালিন, বসির উদ্দিন, বিন্তি, মিমি, চারঘাট উপজেলার আলিম এবং মোহনপুর উপজেলার রাশেদ।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস ও রাজশাহী থেকে নাটোরগামী তুহিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় বাসে থাকা যাত্রী ও ড্রাইভারসহ ৮জন গুরুতর আহত হন।
এ সময় পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের রামেক হাসপাতালে প্রেরণ করেন।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত দুইটি বাসকে আটক করা হয়েছে। এছাড়াও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com