বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ শিক্ষক সমিতির নাচোল শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নাচোল মধ্যবাজারে শিক্ষক সমিতির অফিসের শুভ উদ্বোধন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি তাজাম্মুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান,উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান মশিউর রহমান বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন মুন্নি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাওখায়াত হোসেন।