বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে মেডিকেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ—সভাপতি মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকের মাঝে সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপি সহ—সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম। ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন,
বিএনপি দলদলী ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইবনে কাজেম, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, জামবাড়িয়া ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর ইসলাম, উপজেলা যুবদলের আহ্বয়ক মোঃ বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বয়ক মোঃ মনসুর আলী, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোসাঃ রেশমাতুল আরশ রেখা, ,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বয়ক মোঃ মহসীন আরাফাত রহমান সনিসহ অন্যরা। আলোচনা সভা উপস্থাপনা করেন ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রাকিব।