বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
ভোলাহাটে কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগষ্ট) বিকেলে গোহালবাড়ীহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. আব্দুস সামাদ বকুল, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান টিটু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্টর কমান্ডের সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতির বীরমুক্তিযোদ্ধা অ্যাড আব্দুস সামাদ, জেলা কৃষকলীগের সহ সভাপতি মোঃ আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্টর কমান্ডের সাধারন সম্পাদক ও জেলা কৃষকলীগের সহ সভাপতি ডা. অ্যাড তসিকুল ইসলাম, সোনামসিদ স্থলবন্দর (বিএনএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন অর রশিদসহ অন্যরা।