বিডি ঢাকা ডট কম নিউজঃ
১। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ০২ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ২৩০০ ঘটিকায়
কিরণগঞ্জ বিওপির নায়েব সুবেদার মোঃ ফজলুল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার সীমান্ত পিলার ১৭৮/২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিরণগঞ্জ গ্রাম
নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২৪ গ্রাম হেরোইন এবং ৫০ পিস ইয়াবা আটক করতে
সক্ষম হয়। আটককৃত হেরোইন এবং ইয়াবা এর সিজার মূল্য-৪,৬৩,০০০/- (চার লক্ষ তেষট্টি হাজার) টাকা।
আটককৃত হেরোইন এবং ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।