বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

চাঁদপুরে সাত বালু মহালকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ সংরক্ষণ, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন না মানায় ৭টি বালু মহালকে ভ্রাম্যমাণ আদালত ৭ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও আলীগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাশেদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিবেশ সংরক্ষণ, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন না মেলে চলায় আলীগঞ্জ বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ৩টি ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর এলাকায় একটিসহ মোট ৪টি বালু মহালকে পরিবেশ সংরক্ষণ আইন সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে হাজীগঞ্জ বাজার এলাকায় ১টি ও হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীর দক্ষিণপাড়ে দুটিসহ মোট ৩টি বালু মহালকে একই আইনে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বালু ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ দেন।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: হান্নান, হাজীগঞ্জ থানার এসআই শেখ আব্দুল আজিজসহ পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com