বিডি ঢাকা ডট কম নিউজঃ১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ০৩৩০ ঘটিকায়
সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ মন্নু শেখ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার সীমান্ত পিলার ১৮৫/৮-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট নামক
স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
আটককৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-২,১৭,২০০/- (দুই লক্ষ সতের হাজার দুইশত) টাকা। আটককৃত
ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ০৪০০ ঘটিকায় চৌকা
বিওপির নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৭৫ মেইন হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা নামক স্থানে অভিযান
পরিচালনা করে মালিকবিহীন ৬১৮ প্যাকেট পাতার বিড়ি, ৮৩ কেজি বিড়ির পাতা এবং ৩২ কেজি বিড়ির
তামাক আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল এর সিজার মূল্য-১,০৩,৬৫০/- (এক লক্ষ তিন হাজার
ছয়শত পঞ্চাশ) টাকা। আটককৃত মালামাল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
৩। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১১৪০ ঘটিকায় কামালপুর
বিওপির নায়েক মোঃ ইখতিয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৭/১০-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রাম নামক স্থানে
অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬০ লিটার চোলাই মদ, ০১টি জারিকেন, ০৩টি এ্যালুমিনিয়াম পাতিল
এবং ০২ কেজি চিনি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল এর সিজার মূল্য-১৯,৫৭০/-(ঊনিশ হাজার
পাঁচশত সত্তর) টাকা। আটককৃত মালামাল এর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
৪। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।