বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
গত ইং ২৫/১২/২০২১ তারিখ দুপুরে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম পশ্চিম শেখপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শাহাবুল ইসলাম (৪৮) এর বসত বাড়ির দরজার সামনে আসামী ১। মোঃ আফান আলী (৩৯), ২। মোঃ সোফান আলী (২৯), উভয় পিতা-মৃত নাসির উদ্দিন, মাতা-মোসাঃ জোসনা বেওয়া, গ্রাম-কাতলামারী, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদ্বয় মৌলবী বেশ ধারণ করিয়া আসিয়া জনৈক মোঃ শাহাবুল ইসলাম (৪৮) এর অনেক বিপদ চলিতেছে বলিয়া ভয় দেখায়। তাই আসামীদ্বয় ঝাড়ফুক দেওয়ার কথা বলিয়া পানিতে ঝাড়ফুক দিয়া পানি খাওয়ায় এবং মানত হিসেবে আসামীদ্বয় তাহার নিকট থেকে নগদ ৪৯,৭০০/- টাকা ও তাহার স্ত্রীর গলার স্বর্ণের চেইন অনুমান মূল্য-২২,০০০/- টাকা কৌশলে নিয়ে নেয়। অতঃপর আসামীদ্বয় তাহাকে চোখ বন্ধ করিতে বলিয়া কালিমা পড়তে থাকে। একপর্যায়ে আসামীদ্বয় কৌশলে মোটরসাইকেল নিয়া সেখান থেকে পালাইয়া যায়। পরবর্তীতে ইং ০৮/০৯/২০২২ তারিখ দুপুর অনুমান ০১.১৫ ঘটিকার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম পশ্চিম শেখপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শাহাবুল ইসলাম (৪৮) তাহার বসত বাড়ি সংলগ্ন মুদি খানার দোকান ঘরে আসামীদ্বয়কে দেখিয়া চিনিতে পারিয়া থানা পুলিশকে সংবাদ প্রদান করিলে , এসএম মাসুদ পারভেজ, অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গা থানা, আরএমপি, রাজশাহী এর নির্দেশে তাৎক্ষনিক কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামীদ্বয়কেকে আটক করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে অত্র থানায় নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।