বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আতœহত্যা করেছে। শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি আসরাফুল ইসলামের ছেলে নাসিম উদ্দিন ওরফে ডালিম( ২৩)
স্থানীয় ও পুলিশের সূত্র মতে এবং নিহতের বাবা আসরাফুল ইসলামের বক্তব্যের মাধ্যমে জানা যায়, শুক্রবার রাতে বাইরে থেকে বাড়িতে এসে শোয়ার আগে শারীরিক অসুস্থতার কথা বলে ঘুমিয়ে পড়ে। তারপর রাতের কোনো এক সময় নিজ ঘরের শয়ন কক্ষে তীরের সাথে প্লাস্টিকের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। আনুমানিক রাত ৪ টার দিকে পরিবারের লোকজন জানতে পেরে তারা লাশ নামিয়ে নিচে রেখে পুলিশকে খবর দেয়। নিহতের পরিবারের দাবি সে দীর্ঘদিন ধরে মাথার সমস্যায় ভুগছিলো।
গোমস্তাপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সেলিম রেজা জানান,লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।