রাতের আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে কী না প্রশ্নে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বাংলাবান্ধা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে ধূমকেতু ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটবে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনটি চারঘাটের সরদাহে পৌঁছার পর লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করবে।
এর পরই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে আপাতত সিদ্ধান্ত রয়েছে। এই সিডিউল বিপর্যয় মেনে যারা যেতে চায়বেন তারা যাবেন। আর যারা যেতে চায়বেন না তারা যাত্রা বাতিল করতে চায়লে টিকিট ফেরত নেওয়া হবে। সেই ক্ষেত্রে তারা টিকিটের টাকা ফেরত পারবেন বলেও উল্লেখ করেন- রাজশাহী রেলওয়ে স্টেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।