বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারী স্যালো ড্রেজার বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার বাইনতলা,বাঁশতলী ইউনিয়ন এর আগে গৌরম্ভা,উজলকুড় ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।
উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে , মাসিক আইনশৃঙ্খলা সভায় জেলা ম্যাজিস্ট্রেট এর কঠোর নির্দেশনার পর অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারী স্যালো ড্রেসারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন ৷
সেই সূত্রে সোমবার গৌরম্ভা ইউনিয়নে ৩ টি, উজলকুড়ে ১টি , রাজনগরে ১টি, একই সাথে মোঃ ইব্রাহীম নামের এক ব্যাক্তিকে ১ মাসের কারাদন্ড এবং পরদিন বুধবার ফয়লাহাট বিমানবন্দরের পাশে ৩টি ও বৃহস্পতিবার গিলাতলা গ্রামে ১টি, বাইনতলা ইউনিয়নে ১টি, ভাগা এলাকায় ২টি, রনসেন এলাকায় ১টি ড্রেজার বন্ধ করে দেয়া হয় ৷ ড্রেজার ব্যবহারিত পাইপ ভেঙ্গে দিয়ে বন্ধ করে দেয়া হয় বালি উত্তোলন ৷
তবে ড্রেজার মালিকরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় ৷ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাগেছে, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।