বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন শামীমা জাহান সারা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে ভোলাহাট,গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ, দুটি পৌরসভা, উপজেলা পরিষদ মিলে সংরক্ষিত আসনে ভোট যুদ্ধে লড়বেন। তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে বিজয়ী হতে সকল ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। সারা বলেন, আমি আশা করি সম্মানিত ভোটারগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। তিনি বলেন, আমি বিজয়ী হলে প্রধানমন্ত্রীর দেখানো উন্নয়নের পথ অনুসরণ করে এলাকার ব্যাপক উন্নয়নে নিজেকে বিলিয়ে দিবো ইনশাল্লাহ।