বিডি ঢাকা অনলাইন ডেস্ক
২১৪১ লিটার চোলাই মদ, চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার নলীগ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোঃ আব্দুল হক (৬০)। র্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৯ সেপ্টেম্বর ১১টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার নলীগ্রাম আমবাড়ী এলাকায় বেল পুকুরের পশ্চিম পাড়ে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এসময় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার বিভিন্ন সরজ্ঞাম, ২ হাজার ১৪১ লিটার চোলাইমদ, একটি মোবাইল ফোনসহ মোঃ আব্দুল হক’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।