বিডি ঢাকা ডট কম নিউজঃ
রাজশাহীর পবা উপজেলার ভূমি হস্তান্তর করের ১শতাংশ অর্থের বাস্তবায়িত প্রকল্পের আওতায় দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরের এ ভূমি করের অর্থের সঠিক প্রয়োগ হচ্ছে কিনা তা পরিদর্শনসহ যাচাই করা হয়।
সোমবার বিকালে দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানে ইউপি’র চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন সাব্বির এর সভাপতিত্বে প্রধান অতিথি বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা।
হলরুমে আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে উপস্থিত অতিথিবৃন্দ দর্শনপাড়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে নির্মিত বাড়ি গুলো ঘুরে ঘুরে দেখেন এবং ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ গুলো পরিদর্শন করেন ও সার্বিক কাজের খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা দর্শনপাড়া ইউনিয়নের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও পবা উপজেলা পরিষদের প্রকৌশলীবৃন্দ।