বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র চোরাকারবারী কে আটক করেছে র্যাব ৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
সোমবার (১৯ সেপ্টেম্বর)দিবাগত গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রানিহাটি ইউনিয়নের মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় র্যাব।
আটক ব্যাক্তি চাপাইনবাবগঞ্জ সদর থানার আতাহার বোলনপুর গ্রামের মৃত্যু কান্তমিয়ার ছেলে মোঃ সাদেকুল ইসলাম (৩৩) ।
মঙ্গলবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি অভিযানিক দল মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি ওয়ান শুটার গান সহ সাদেকুল ইসলাম কে হাতে নাতে গ্রেফতার করে।
র্যাব আরও জানায় এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ এবং বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার কওে এবং এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।