বিডি ঢাকা অনলাইন ডেস্ক
১। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ২২৫০ ঘটিকায় চাঁনশিকারী
বিওপির হাবিলদার মোঃ আনিচুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ২০০ মেইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হোসেনভিটা নামক স্থানে অভিযান
পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৭৫ গ্রাম হেরোইন আটক করতে সক্ষম হয়। আটককৃত হেরোইন এর
সিজার মূল্য-১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আটককৃত হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয়
কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ০১৩০ ঘটিকায়
আজমতপুর বিওপির নায়েব সুবেদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাকমারী গ্রাম
নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম
হয়। আটককৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-১১,৬০০/- (এগার হাজার ছয়শত) টাকা। আটককৃত ফেন্সিডিল
এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
৩। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।