বিডি ঢাকা অনলাইন ডেস্ক
পাবনার ভাংগুড়া উপজেলা মোড়ে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ পণ্য (কোমল পানীয়, বিস্কুট, কেক, পাউরুটি) বিক্রয় করছিলেন ব্যবসায়ী জনাব মোঃ আবুল কালাম আজাদ।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আজ ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা কালে উল্লেখযোগ্য পরিমান মেয়াদোত্তীর্ণ পণ্যের সন্ধান পাওয়া যায়।
মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যাক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদন্ডারোপ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। এসময় ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্য জনস্মমুখে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।