বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী এলাকায় পাচারকালে ওএমএস’র ৭ বস্তা (৩৫০ কেজি) চাল জব্দ করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বোয়ালখালী পুরাতন বাজারের নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে অটোরিকশা যোগে বোয়ালখালী নতুন বাজারে পাচারকালে ৭ বস্তা (৩৫০ কেজি) চাল জব্দ করে গোয়েন্দা সংস্থা।
এ ঘটনায় অভিযুক্ত ডিলার কনকব্রত বড়ুয়া’র ডিলারশিপ স্থগিতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
ডিলার পয়েন্টে দ্বায়িত্বরত তদারকি অফিসার দীঘিনালা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত পয়েন্টে ডিউটি করি। পরে দুপুরের খাবার খেয়ে ডিলার পয়েন্টে গিয়ে দেখি ডিলার পয়েন্ট বন্ধ। অনেকক্ষণ অপেক্ষা করে চলে আসি। সন্ধ্যায় শুনি এ ঘটনা।
এ বিষয়ে দীঘিনালা থানার উপ পরিদর্শক মো. মাশিকুর রহমান জানান, এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান।