বিডি ঢাকা অনলাইন ডেস্ক
২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রুই, কাতলা ও মৃগেল জাতের ৪১৪ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কালুপুর পাগলা নদীতে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুলৃইসলাম। পাগলা নদীসহ ৫টি স্থানে এই পোনামাছ অবমুক্ত করা হয়।