বিডি ঢাকা অনলাইন ডেস্ক
শিবগঞ্জে জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চ্যারিটি ও বিশিষ্ট সমাজসেবক আল মামুনের যৌথ অর্থায়নে ১৯ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে উমরপুর বিশ্বাসপাড়া জামে মসজিদের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জামে মসজিদে জোহরের নামাজ আদায় করা হয়।