বিডি ঢাকা অনলাইন ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা শহরের ডা. আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে টূর্ণামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল
উদ্দিন আহমেদ শিমুল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ক্রীড়া সংগঠক আব্দুল হান্নান মাস্টার, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পাঠানপাড়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফ হোসেন। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু টূর্ণামেন্টের সদর উপজেলা ও গোমস্তাপুর ফুটবল দল অংশ গ্রহণ করে। এছাড়া বঙ্গমাতা টূর্ণামেন্টে ভোলাহাট ও নাচোল উপজেলার মাঝে খেলা হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্যগণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ক্রীড়ামোদী দর্শকগণ, জেলার বিভিন্নস্থানের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও শিক্ষকগণ, শিক্ষার্থী খেলা উপভোগ করেন
। উদ্বোধনী খেলায় বালক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ৮-০ গোলে গোমস্তাপুর উপজেলাকে পরাজিত করে, অন্যদিকে বালিকাদের খেলায় ভোলাহাট উপজেলা নাচোল উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে হারায়। টূর্ণামেন্টে জেলা চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা দল প্রতিদ্ব›িদ্বতা করবে। আমাগী ২৯ সেপ্টেম্বর বিকেলে একই স্টেডিয়ামে টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।