মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

শিবগঞ্জ ও নাচোলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১২৪ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ

 

সবার জন্য জম্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান

 

শিউলি বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ অন্যরা। বক্তারা বলেন, শিবগঞ্জ পৌরসভা ও উপজেলার প্রত্যেক ইউনিয়নে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্ম ও মৃত্যুর নিবন্ধন বাধ্যতামূলক।

 

অপরদিকে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন

 

পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু, ডাঃ আসাদুর রহমান বিপ্লবসহ ইউপি সচিবগণ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সকার ঘোষিত শুণ্য থেকে ৪৫দিন ও ৪৫ দিন থেকে এক বছর বয়সের শিশুদের বাধ্যতামূলক জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামপুলিশ ও জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচোনাকালে এ কর্মসূচিকে সাফল্যমন্ডিত করণে সকলের মতামত প্রধান্য দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com