বিডি ঢাকা ডট কম নিউজঃ
সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা প্রসংগে ।
অদ্য ১৫ অক্টোবর ২০২২ তারিখ ১১০০ হতে ১৫০০ ঘটিকা পর্যন্ত রহনপুর ব্যাটালিয়ন
(৫৯ বিজিবি) এর মেডিকেল অফিসার জনাব ফুয়াদ কবির ও ০৩ (তিন) জন মেডিকেল
সহকারীর সমন্বয়ে অত্র ব্যাটালিয়নের অধিনস্থ কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ
এলাকার কিরণগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য
সেবায় মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে ৩২০ (তিনশত বিশ)
জন বাঙ্গালী রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
উল্লেখিত ক্যাম্পেইনের আয়োজন করায় সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণ বিজিবি’র
প্রতি গভীর শ্রদ্ধা ও সন্তোষ প্রকাশ করেছেন।