বিডি ঢাকা অনলাইন ডেস্ক
বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রন’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল
৯টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ
আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। স্বাগত বক্ত দেন উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মোঃ আরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুনাইম বিন জামান, এসএপিপিও মোঃ শফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় ইঁদুর নিধন অভিযান সম্পর্কিত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়