বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ হওয়া শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেছেন, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে যে সকল দরিদ্র শিক্ষার্থীদের ড্রেস নাই, তাদের সকলকে স্কুল ড্রেস দেয়া হবে। শিবগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষকগণের মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন। ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগানে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। তিনি আরও বলেন, শিবগঞ্জ উপজেলা সকল স্কুলে শিক্ষার মান আরো উন্নতি করা হবে। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এম. জি আরিফ উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ
মমতাজ মহল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।