বিডি ঢাকা অনলাইন ডেস্ক
গোপন সংবাদে অভিযান চালিয়ে জেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। আটক ব্যক্তিরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর পিরোজপুর তোহাখানা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ মাইদুল ইসলাম (৪৫) ও মোঃ সুখন মন্ডলের ছেলে মোঃ মাসুদ রানা (৩৩)। এসময় ৯জন পালিয়ে যায়।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকপাড়া বিওপির হাবিলদার মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৩-এস হতে আনুমানিক ২০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে তোহাখানা এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ মাইদুল ইসলাম ও মোঃ মাসুদ রানা কে আটক করে। যার মূল্য-১৭ হাজার ৬’শ টাকা। এসময় শিবগঞ্জ উপজেলার পুরাতন ঊনিশ বিঘার সাইদুর রহমানের ছেলে মোঃ আসা (৩৫), মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে মোঃ আঃ রহিম (৩৪), মোঃ মিঞাউদ্দিনের ছেলে মোঃ আশিক
(২২), মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ জুয়েল রানা (২২), নওশাদের ছেলে মোঃ বাদশা মিয়া (৩২), নামোচকপাড়ার মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ ডালিম মিয়া (৩০) ও মোঃ আঃ রহিমের ছেলে তাকির হোসেন (৩৫), পিরোজপুরের সুখন মন্ডলের ছেলে মোঃ আঃ সাত্তার (২২) ও মৃত আবুল হোসেনের ছেলে মোঃ হামেদ (৩৫) পালিয়ে যায়। উদ্ধার হওয়া ফেন্সিডিলসহ আটক ও পলাতক আসামীদের ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।