বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষ্যে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর এক আলোচনা সভার আয়োজন করে।
এ সময় উপজেলার নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১
শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং বিশেষ অতিথি
হিসেবে থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
মনিটরিং সভায় বক্তারা বলেন, বর্তমানে স্টক রেজিস্ট্রার মেইনটেইন, ক্যাশ
মেমো সংরক্ষণ ও পরিবহন খরচ বাড়লেও বৃদ্ধি পেয়েছে কমিশন। আর তাই প্রত্যেক
কৃষক যেন ন্যায্য মূল্যে সার ক্রয় করতে পারে সে দিকে নজর দেয়ার প্রতি
আহŸান জানান বক্তারা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল
ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের কর্মকর্তাগণ, বিসিআইসি সার ডিলার, ব্যবসায়ী ও সকল ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।