বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
শিবগঞ্জে বিএফ এফ -দৈনিক সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রস্তুতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিএফএফ-সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এ
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দৈনিক সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল
হায়াত, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব মো আকবর হোসেন । এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমিনুল হক সোনা ও শিবগঞ্জ কলেজের প্রভাষক গোলাম মোস্তফা মামুন সহ
অন্যরা। এতে কানসাট সেন্ট্রাল স্কুল এ্যান্ড কলেজ, রয়েল স্কুল, ফ্রিডম স্কুল এ্যান্ড কলেজ এবং শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুল অংশ গ্রহন করে ফ্রিডম স্কুল এন্ড কলেজ রানার্সআপ এবং শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন হয়। বিতর্ক প্রতিযোগিতায়
শ্রেষ্ঠ বক্তা নিবাচিত হয় শিবগঞ্জ সরকারী মডেল হাই স্কুলের আনোয়ার ইকবাল।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।