বিডি ঢাকা অনলাইন ডেস্ক
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার প্রতিটি ইউনিয়নের বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম। দাইপুখুরিয়া বিটে ইনচার্জ হিসেবে রয়েছে সাব-ইন্সপেক্টর আরিফুল
। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল, ডাকাত এবং ধর্ষণবিরোধী সভা সমবার বিকালে দাইপুকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য মনিরুজ্জামান বাবুর সার্বিক সহযোগিতায় চাকলা ইসলামী সবুজ পাঠাগাড়ে বিট পুলিশের আয়োজনে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা।
দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরীর জুবায়ের আহমেদ, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমুল হক বাদশা, সাধারণ সম্পাদক আবু জাফর লালন,
সাব-ইন্সপেক্টর আনাম,দাইপুখুরিয়া ইউ পি সদস্যরা সহ স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।