বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৪৭৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ সোহান আলী (২৭) নামে এক যুবক আটক হয়েছে। সে রাজশাহীর বেলপুকুর থানার দক্ষিন জামেরিয়া গ্রামের মাজুল হকের ছেলে। সোমবার দুপরে নিজস্ব তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করে বিজিবি’র টহল দল। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আমীর হোসেন মোল্লা পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ২৪ অক্টোবর আনুমানিক একটার দিকে আজমতপুর বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন ঊনিশবিঘা থেকে মাদক ব্যবসায়ী সোহান কে ৪৭৫ পিস ইয়াবা এবং ১টি হিরো হ্যাংক ১৫০সিসি মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়। আটক ইয়াবা এবং মোটর সাইকেল এর সিজার মূল্য-২ লক্ষ ৯৪ হাজার টাকা। আটককৃত ইয়াবা এবং মোটর সাইকেলসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।